সব অপহরণ কি করতেছে পুলিশেরাই.....???
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০২ মে, ২০১৪, ১১:৫১:০৯ সকাল
পুলিশেই কি অপহরণের মূল চাঁবিকাঠি,নাকি এটা ওদের মহড়া.......???
কুড়িগ্রামে এক এনজিও কর্মকর্তাকে অপহরণ করেছিলো পুলিশ,ঐ এনজিও কর্মকর্তা তার ছোট ভাইকে কুড়িগ্রামের কলেজ পাড়ায় পৌছে দিয়ে আসতে গেলে তাকে অপহরণ করে পুলিশ।
পুলিশ মুক্তিপণ দাবি করে ১০হাজার টাকা,বিকাশে সে টাকাটাও দেওয়া হয়েছিলো,পরে কুড়িগ্রামের পুলিশকর্মকর্তারা অভিযান চালিয়ে দুই পুলিশকে গ্রেফতার করে থানায় সোপার্দ করেন....
-কথা হলো পুলিশ ক্যেঁন সাধারণ জনগণকে অপহরণ করবে,কালকে যুক্তরাষ্ট্রের রিপোর্ট এ যে কথা বলা হয়েছে সেটি কতটা সত্য সেটি আমাদের জানা নেই।
নাকি পুলিশ এই অপহরণ করে তাদের বাত্সরিক মহড়া পালন করতেছে....?
কিভাবে অপহরণ করা যায়,কিভাবে মুক্তিপন দাবি করা যায়,কিভাবে হত্যা করা যায়,এসবেরেই কি পুলিশ বাহিনীতে মহড়া দেওয়া হচ্ছে..
বর্তমানে অপহরণ হচ্ছে গার্মেন্স শ্রমিক ব্যাবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদরা...
বর্তমান লাঁশ পাওয়া যাচ্ছে ডোঁবায়,খাঁলে,বিলে,নদীতে এবং রাস্তার উপর ফ্লাইওভারেও বাদ যায় নি লাঁশ পাওয়া থেকে।
প্রকাশ্য দিবালকে বিশ্বকে তাক করিয়ে ঐসব ঘটনা দেখে এখন সরকারের পক্ষথেকে কোন মন্ত্রী মহাদয় বুক ফুলিয়ে বলে উঠতে পারেনি--ঐ সব গুম ও হত্যাঁকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে অতি তাঁরাতারি গ্রেফতার করা হবে ।
কোন মন্ত্রীর কাছ থেকে এখন পর্যন্ত কোন আল্টিমেটাপ পাওয়া যায় নি ?
তাহলে কি ঐ সব গুম ও হত্যা করা সরকার ও সরকার বাহিনী নামে আইনশৃংখলা বাহিনীর কাজ ??
#সাইদুর
বিষয়: বিবিধ
৬৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন এলাকায় অপরাধ সংগঠিত হবে এবং পুলিশ তার খবর জানবে না - এটা এখন মানুষ কে সহজে বিশ্বাস করানো যাবে না ।
পুলিশ এসব সন্ত্রাসীদের দিয়ে কাজ করিয়ে নেপথ্যে থাকে ।
এসব দামী দামী জায়গায় পোস্টিং পেতে পুলিশকে বিশাল অংকের টাকা ঘুষ দিয়ে নিতে হয় । আর টিকে থাকতেও আরও বেশী এগ্রেসীভ হতে হয় । কোন কোন ক্ষেত্রে একজনের প্রতিপক্ষেকে সাইজ করে আরেকজনের কাছ থেকে টাকা ও আশ্বাস পেয়ে ।
নিজে বা নিজেরা এসব সরাসরি করলে তো শোরগোল উঠবে এবং পোস্টিংও হবে খাগড়াছড়িতে । তাই তারা এলাকার সন্ত্রাসীদের দিয়েই এসব করিয়ে নিজেদের আড়ালে রাখে এবং সন্ত্রাসীদের প্রতিও এরা সফট্ থাকে । এলাকা ভিত্তিক কোন অভিযোগ এদের নামে আসলে আমলেই নেয় না ।
পুলিশের এসব অন্যায়ের কোন প্রতিবাদ করতে গেলেই তো তারা ৫৪ ধারা এপ্লাই করে - রাষ্ট্রীয় কাজে বাধা প্রদানের নাম করে ।
মন্তব্য করতে লগইন করুন